নিউজলেটার

কারো কাছ থেকে আমার চিঠি পেতে ভালো লাগে। ভীষণ রকমের ভালো লাগে। তেমনি ভালো লাগে চিঠি লিখতে।

তবে, আজকাল কেউ আমাকে আর তেমন করে আর চিঠি লিখে পাঠায় না। আমার ডিজিটাল ডাকবাক্স, যাকে আমরা ইনবক্স নামেই ডাকি, ভরে থাকে নানান অপ্রয়োজনীয় ইমেইলে।

কারো চিঠি না পেলেও, আমার কিন্তু চিঠি লিখার অভ্যেসটা ঠিক রয়ে গেছে। নিয়ম করে এখনো লিখি। সেগুলোর কিছুটা পাঠানো হয়, বাকিগুলো পড়ে থাকে ড্রয়ারে নয়তো ফোনের নোট অ্যাপে।

এবার ওয়েবসাইট বানানোর সময় ভাবলাম – আমার পাঠকদের মাসে একটি করে চিঠি পাঠালে কেমন হয়। মনে হলো, ব্যাপারটা মন্দ হবে না। 

কেউ হয়তো অবসর সময়ে পড়বে, কেউ হয়তো কোনদিনই পড়বে না। 

তবুও… আমার বিশ্বাস, এই সোশ্যাল মিডিয়ার ক্ষুদেবার্তার যুগে, চিঠির আবেদন এখনও ফুরিয়ে যায়নি। কখনো যাবেও না।

আমার বেশিরভাগ সময় কাটে নতুন কোন উপন্যাস কিংবা গল্প লিখতে লিখতেই। বাকি অবসর সময়টা পেইন্টিং করেই চলে যায় ক্যানভাস রাঙাতে। সেকারণে, অহেতুক হাজারো ইমেইল পাঠানোর ইচ্ছে কিংবা সময়, কোনটাই আমার নেই। 

নিউজলেটারের পাঠক হিসেবে, আপনি আমার নিয়মিত চিঠির পাশাপাশি – নতুন বই প্রকাশের আপডেট, ফ্রি গিফট, গল্প কিংবা কবিতার ইবুক, কুইজ কনটেস্টের খবরসহ আরো অনেককিছু জানতে পারবেন সবার আগে।

আর, আমার পাঠানো চিঠিগুলো যদি আপনার পড়তে ভালো না লাগে, বিরক্ত লাগতে থাকে। তবে প্রত্যেক চিঠির নিচেই – নিউজলেটার থেকে “আনসাবস্ক্রাইব” করার লিংক পেয়ে যাবেন। জাস্ট ওখানে একটা ক্লিক করে দিলেই হবে। তখন আমার লিখা চিঠিগুলো, আপনার ইনবক্সে আর জমা হবে না কখনোই।

অনেক বকবক করে ফেললাম কিনা কে জানে। 

যাইহোক, আপনার যদি অবসর সময়ে ছোট একটা চিঠি পড়ার ইচ্ছে হয়। তবে, আমার নিউজলেটারটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন। আমার বিশ্বাস, আপনি আবারো চিঠি পড়ার আনন্দ খুঁজে পাবেন।

ভালো থাকবেন।

ধন্যবাদান্তে,

আনোয়ার