একটা চলন্ত গাড়িকে হুট করে থামিয়ে দেয়া যায় না। ধাক্কা লাগে। ভীষণ একটা ধাক্কা।  রাস্তার মধ্যে যে গাড়িটা একশো কিংবা তারচে বেশি স্পিডে ছুটে যাচ্ছে। কেউ যদি দুম করে সেই গাড়ির ব্রেক চেপে বসে, তাহলে গাড়ির ভেতরে বাইরে একটা প্রলয় ঘটে যাবে। ঠিক একই অবস্থা ঘটবে বাস,...